Shebaru

সমাজ বিজ্ঞানে ভর্তি ও ক্যারিয়ার

সমাজ বিজ্ঞানে ভর্তি

সমাজ বিজ্ঞানে ভর্তি ও ক্যারিয়ার

সমাজ বিজ্ঞানে ভর্তি হয়ে বিসিএসসহ সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ রয়েছে।
বিদেশেও এ সাবজেক্ট এর চাহিদা ব্যাপক। সমাজ বিজ্ঞান/নৃ-বিজ্ঞান (Sociology/Anthropology) এ যে সব বিষয় পড়ানো হয়,
অনার্সে সমাজবিজ্ঞান বিষয়ে মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক আইন, দুর্যোগ-ব্যবস্থাপনা, সামাজিক সমস্যা বিশ্লেষণ,
এনজিও মানবাধিকার, সামাজিক নীতি, জনবিজ্ঞান, প্রকল্প ব্যবস্থাপনা, সামাজিক গবেষণা, পরিসংখ্যান ও কম্পিউটার বিষয়ে পড়ানো হয়।

বিষয়ভিত্তিক অবস্থান

বিষয়ভিত্তিক অবস্তানের দিক দিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদে এই বিষয়ের অবস্থান প্রথম দিকে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা মেধা তালিকায় প্রথম দিকে থাকে তারাই অনার্সের বিষয় হিসেবে সমাজ বিজ্ঞান নিয়ে থাকে।

সমাজবিজ্ঞানে পড়াশোনা করবেন কিভাবে?

সমাজবিজ্ঞান থেকে গ্রাজুয়েশন শেষে চাকরি করতে পারবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়,সমাজসেবা অধিদপ্তরে। ছাড়াও অন্যান্য বেসরকারি সংস্থায় পেশাগতভাবে কাজ করার সুযোগ। সমাজ বিজ্ঞানে পড়াশোনা করলে অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক, দেশি ও স্থানীয় এনজিওগুলোর বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ। সমাজের জন্য করতে পারবেন গবেষণা,উন্নয়নমূলক প্রোগ্রাম, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিভাগ, মানবসম্পদ উন্নয়ন।এছাড়া সোশ্যাল গবেষণা প্রতিষ্ঠানের অধীনে গবেষক, সহকারী গবেষক, মাঠ গবেষণা পর্যবেক্ষক, পর্যবেক্ষক, গবেষণা পদ্ধতি উন্নয়নকারী,তথ্য সংগ্রহকারী এবং গবেষণা প্রতিবেদক হিসেবেও চাকরি পাওয়া যায়।

কার জন্য সমাজ বিজ্ঞানে পড়াশোনা করা ভালো?

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যেকোনো বিভাগের শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির মাধ্যমে সামাজিক বিজ্ঞানের যেকোনো শাখায় পড়ালেখা করার সুযোগ পেতে পারেন। দেশে সরকারিসহ এখন দেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সামাজিক বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ালেখার সুযোগ আছে।

কোথায় সমাজ বিজ্ঞানে পড়ানো হয়?

ঢাকা বিশ্ববিদ্যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ
বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে সমাজবিজ্ঞান পড়ানো হয়।

সমাজ বিজ্ঞানে চাকুরি সুবিধা

এ বিভাগের শিক্ষার্থীরা বিসিএস ক্যাডারে যোগদান করা ছাড়াও দেশের ব্যাংক, ব্যবসা-প্রতিষ্ঠান, বিভিন্ন প্রাইভেট ফার্ম,
শিক্ষকতা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক হিসেবে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকুরি লাভ করে থাকে।

সমাজ বিজ্ঞানে পড়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

সামাজ বিজ্ঞানে ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি দেশসহ অনেক উন্নত দেশে স্নাতক এবং স্নাতকোত্তর
পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ প্রচুর। বাংলাদেশ থেকে প্রতিবছরই অনেক শিক্ষার্থী সামাজিক বিজ্ঞানে পড়ার জন্য যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ অন্যান্য উন্নত দেশগুলোতে পড়াশোনার জন্য যাচ্ছেন। সমাজ বিজ্ঞানে পড়ালেখার জন্য উন্নত
দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য অনেক বৃত্তির সুযোগ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তি,
যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ইরাসমাস মান্ডিস বৃত্তি, নরওয়েতে উন্নয়নশীল দেশগুলোর জন্য
কোটা বৃত্তি, যুক্তরাজ্যে কমনওয়েলথ বৃত্তি, অস্ট্রেলিয়ায় ইউএনএসডাব্লিউ বৃত্তি গুলো অন্যতম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপকরা নিজেদের গবেষণা সহকারী হিসেবে কাজ করার জন্য উন্নয়নশীল দেশগুলো থেকে অনেক ছাত্রছাত্রীকে
স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?